দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে আগেই। এবার যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বর্ষা এসে পড়েছে, সে খবর সবারই জানা। তবে তারপরও গরম কমছে না। প্রতিদিন সকালে চড়া রোদে প্রাণ ওষ্ঠাগত। অবশেষে সুখবর দিল হাওয়া অফিস। শেষ পর্যন্ত ঘুম ভাঙছে বর্ষার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝিমিয়ে থাকা বর্ষা এবার অবশেষে সক্রিয় হচ্ছে। চারদিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টি শুরু হলেই মিলবে স্বস্তি। তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার আশা রয়েছে।